একটি ভুল রসম : তিনবার কবুল না বললে কি বিবাহ সহীহ হবে না? - khalid Saifullah

khalid Saifullah

আল্লাহর তরবারী

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ২৯ মার্চ, ২০১৭

একটি ভুল রসম : তিনবার কবুল না বললে কি বিবাহ সহীহ হবে না?


 কোনো কোনো এলাকায় এ রসম চালু আছে যে, বিবাহের ইজাব পেশ করার পর পাত্রকে তিনবার কবুল বলতে হবে। তারা মনে করে তিনবার কবুল না বললে বিবাহ সহীহ হবে না। এটি একটি মনগড়া রসম মাত্র। এটি পরিহার করা জরুরি। এজাতীয় মনগড়া বিষয়ের কারণে অনেক সময় বড় ধরনের জটিলতার সৃষ্টি হয়।শরীয়তের দৃষ্টিতে ইজাবের (প্রস্তাবের) পর সাক্ষীদের শুনিয়ে একবার কবুল করলেই বিবাহ হয়ে যাবে। Ñফাতাওয়া শামী ৩/৯; ফাতাওয়া আলমগিরী ১/৩৭০

কোন মন্তব্য নেই:

Post Bottom Ad

Responsive Ads Here

Pages