Ad Code

Responsive Advertisement

সর্বশেষ

6/recent/ticker-posts

সমাজের কতিপয় কুসংস্কার সমূহ

মানুষ স্পষ্ট হারাম কাজে জড়িয়ে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করে, এবং সাহায্য কামনা করে।

#যেমন:
.
আলহামদুলিল্লাহ আমার মেয়ে বাংলাদেশী আইডলে চান্স পেয়েছে। ইনশাআল্লাহ এবার ব্যাংকের জব হয়ে যাবে।"
.
ভাই দোয়া করবেন ব্যাংক থেকে এবার লোনটা যেন হয়ে যায়।
.
মা'সা'আল্লাহ, আন্টি আপনার মেয়ে তো দারুণ নাচতে জানে"...
হ্যাঁ আলহামদুলিল্লাহ স্কুলের ডান্স প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
.
(এক ছেলে কলিগের স্ত্রীকে ইঙ্গিত করে) ভাবী, আর বইলেন না আপনি যে সুন্দর মাসা আল্লাহ।
.
ইনশাআল্লাহ এইবার যদি আর্জেন্টিনা ওয়াল্ড কাপ জিতে আমি এক হাজার টাকা দান করবো।।
.
মা'সা'আল্লাহ আপনার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান দারুণ হয়েছিল - যা ডান্স করেছি জোয়ান বুড়ো সবাই। হ্যা দোয়া করবেন যেন দ্বিতীয় ছেলের বিয়েটাও এমন করে পালন করতে পারি,
.
(ছেলে-মেয়ে মিক্স ফ্রেন্ড সার্কেলকে উদ্দেশ্য করে) আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ডসরা খুব হেল্প ফুল।
.
মাশাল্লাহ তোমাকে তো এমনিতেই সুন্দর দেখায়,
দাড়ি রাখবে কেন?
.
মাশাল্লাহ আমার মেয়েটা এত সুন্দরী যে সব মানুষ ওর দিকে তাকিয়ে থাকে,
.
এক আঙ্কেল আমাকে বললেন, "শুনেছ অমুক ভাইয়ের ছেলের তো আল্লাহর রহমতে খ্রিস্টান মিশনারিতে চাকুরি হয়ে গেল, গাড়ি এসে তাকে নিয়ে যায়!
.
.
.
দাজ্জালের এক পাশে থাকবে জান্নাত, আরেক পাশে জাহান্নাম। আমরা দাজ্জালের জান্নাতেকেই আল্লাহর নেয়ামত মনে করতেছি। এখনই আমাদের এই অবস্থা, না জানি তার আগমন হলে কি হবে আমাদের।
.
#বিঃদ্রঃ এগুলো বলে কাউকে নিচু করা বা ব্যঙ্গ করা আমার উদ্দেশ্য নয়। আসলেই আমাদের সমাজটা বিপরীত দিকে চলছে। তাই সমাজে প্রচলিত এসব কুরআন-সুন্নাহ বিরোধী কথাবার্তা থেকে আমারা
বিরত থাকবো।

মহান আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের সহীহ
 বুঝ দান করুন.... #আমিন

মন্তব্যসমূহ

Ad Code

Responsive Advertisement